নওগাঁর রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছির ও পথসভাঃ
- আপডেট সময় : ০৮:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে
আবু সাইদ চৌধুরী রাণীনগর-নওগঁ
সারাদেশে তেল, গ্যাস, বিদ্যুৎ, সার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রী কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক রোকুনুজ্জামান খান রুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখনে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসারব হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রভাষক জাকির হোসেন, সদস্য এসএম আল-ফারুক জেমস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজে আলম সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক টনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল সহ অনেকেই। এছাড়া বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।