দৌলতপুরে মরহুম তোফাজ্জেল হোসেন তালিম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১৪৭ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ – কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরহুম তোফাজ্জেল হোসেন তালিম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর খেলার আজ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিনিয়র সহ-সভাপতি, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডা. কামরুল ইসলাম মনা, সভাপতি ভেড়ামারা, অনলাইন প্রেস ক্লাব, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভেড়ামারা হোমিওপ্যাথিক মেডিকেল কালেজ ও হাসপাতাল, মোহাসিন হোসেন তক্কেল প্রামানিক, আবু হেনা মস্তোফা কামাল (মাস্টার)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুল ইসলাম ফরাজি সাধারন সম্পাদক, পিয়ারপুর ইউনিয়ন আওয়ামিলীগ।
খেলায় চকমাদিয়া যুব স্পোর্টিং ক্লাব -১ শূন্য গোলে পুরাতন আমদহ যুব স্পোর্টিং ক্লাব – ০
স্থানঃ নতুন আমদহ জোয়াৰ্দ্দার পাড়া, আকিজ বিড়ি ফ্যাক্টরীর সামনে, আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া।
আয়োজনেঃ মেসার্স রঙ্গিলা ট্রেডার্স, বাপ্পি ষ্টোর ও এ.বি.এম ব্রিকস্ ।
আয়োজক কমিটির সদস্যবৃন্দ হলেন নতুন আমদহ যুব সমাজ
১। মোঃ আরমান হোসেন ২। মোঃ রবিউল ইসলাম ৩। মোঃ শিমুল হোসেন ৪। কাজি মিলন মাহমুদ ৫। মোঃ ইমারত আলী ৬। ডাঃ আবু সাইদ মোল্লা
৭। আশাদুল মোল্লা প্রমুখ।
উক্ত খেলায়
প্রধান পৃষ্ঠাপোষক ছিলেন আবুল কালাম আজাদ,উর্দ্ধতন কর্মকর্তা, রুপালী ব্যাংক লিমিটেড, কুষ্টিয়া শাখা ।
সার্বিক তত্বাবধনে ছিলেন, আব্দুল কাজী, ডা. আবু-সাইদ ও আশাদুল মোল্লা।