দৌলতপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ
- আপডেট সময় : ১১:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া ।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ‘জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দৌলতপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকায় কেন্দ্রীয়ভাবে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। তিনি দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা মুক্ত একটি মানবিক ও ন্যায্য সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপজেলা সম্মেলন স্থলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই ছিদ্দিকী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম।
সমাজকল্যাণ কল্যান উপদেষ্টার পাঠ করা শপথ বাক্যের সাথে সারা দেশের ন্যায় দৌলতপুরেও শপথ নেন অনুষ্ঠানে উপস্থিত সকলে।
অনুষ্ঠানে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক, ছাত্র নেতা পিয়াস, পারভেজ মোশারফ, রকি আহাম্মেদ, আব্দুল হালিম আকাশ , আকাশ আহাম্মেদ, সাংবাদিক সাইফুল ইসলাম শাহিন, আহম্মেদ রাজু, মামুন রেজা, আব্দুর রাজ্জাক, হেলাল উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থনে আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানের তাৎপর্য আরও বাড়িয়ে তোলে।






















