দৌলতপুরে কৃষকের চোরাই গরু উদ্ধার
- আপডেট সময় : ১১:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে কৃষক জান আলী চুরি যাওয়া গরু উদ্ধার হয়ছে।
শুক্রবার (৭ জুন) দিনগত রাতে জান আলীর নিজ বাড়ি থেকে চুরি হয় গরু।
শনিবার ভোর থেকে স্থানীয় জনপ্রতিনিধি সাবেক মেম্বার তাহাজ উদ্দিন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হক, দৌলতপুর থানা পুলিশের এ এস আই নাসির উদ্দিন সহ এলাকাবাসীর তৎপরতা গোড়ার পাড়া গ্রামের মৃত আফেল মন্ডলের ছেলে মৃত ভাসান আলীর পরিত্যক্ত ঘর থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদের ইমাম ও ছাত্রলীগ নেতার গোপনে সাংবাদিকদের কাছে দেওয়া তথ্যের ভিত্তিতে গরুটি উদ্ধার হয়।
এ বিষয়ে কৃষক জান আলী বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও গরু গোয়ালে বাঁধা ছিলে মধ্যো রাতের যে কোন সময় গরুটি চুরি হয়। সকালে গরুর পায়ের চিহ্ন ধরে গোড়ার পাড়া গ্রামে আসি। দুপুর পরে সাবেক মেম্বার তাহাজ ও সাংবাদিক আছানুল থানা পুলিশ কে সাথে নিয়ে বাড়ি বাড়ি তল্লাশি করে আমার গরুটি উদ্ধার করে দেয়। আমি প্রশাসন সহ সকলকে ধন্যবাদ জানায়।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুব রহমান বলেন, একটি চোরাই গরু পরিত্যক্ত একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।