দৌলতপুরে কৃষকদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা
- আপডেট সময় : ১১:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
মোঃ আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দৌলতপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আক্তার কাজলি সার্বিক পরিচালনায় বৃহস্পতিবার বিকাল ৫ টায় নবগঠিত উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ র্যালী টি দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু করে দৌলতপুর থানা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতপুর সামনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক আবিদ হাসান মন্টি সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম তোতা মিয়া, নূর আমিন, সোহেল রানা,রবিউল ইসলাম, সহ সকল সদস্য।
আলোচনা সভায় আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু বলেন, ৫ তারিখের আগে এই ধরনের সমাবেশ করতে পারব এটা আশা করিনি। সমাবেশ করতে গেলে ওই শেখ হাসিনার পুলিশ বাহিনীর কাছে অর্ডার নিতে হতো অনুমতি নিতে হতো। আজ দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি চলতে পারছি।দৌলতপুর উপজেলায় কৃষক দলের স্বচ্ছ কমিটি উপহার দেওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটিকে অভিনন্দন জানান তিনি। এ সময় তিনি আরো বলেন আমার নেতৃত্বে এই দৌলতপুর উপজেলায় মূল দলের মতো কৃষকদল ও শক্তিশালী ভূমিকা পালন করবে।