দোহাজারী হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব খান মোঃ এরফানের নেতৃত্ব জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত
- আপডেট সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম, ট্রাফিক আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে পিরি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজওয়ানের পুলিশ সুপার জনাব মোঃ রহমতুল্লাহর দিক নির্দেশনা মোতাবেক দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব খান মোহাম্মদ এরফানের সভাপতিত্বে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত হয়েছে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আবু তৈয়ব , চট্টগ্রাম জেলা ট্রাক-কর্ভাঠ ভ্যান শ্রমিক ইউনিয়ন দোহাজারী শাখার সাধারণ সম্পাদক। জনাব আব্দুল আজিজ সাধারণ সম্পাদক সাতকানিয়া -চন্দনাইশ পরিবহন শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিঃ। জনাব মোঃ রফিক উমর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা। বক্তারা বলেন
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান একজন চৌকুস পুলিশ কর্মকর্তা। গেল ১সাপ্তাহ পূর্বে তিনি দোহাজারী হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।তিনি সকল যানবাহনের কোম্পানি ও চালকদের যানবাহনের বিষয়ে আইন গত সেবা দিয়ে যাচ্ছেন নিরাপদ সড়কের বিষয়ে বিভিন্ন সেবা পেতে কোন দালাল ছাড়া নির্ভয়ে এসে পুলিশি সেবা গ্রহন করতে পারেন । হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান বলেন কোন ধরণের অবৈধ পরিবহন যেমন থ্রি হুইলার অটোরিকশা সহ বৈধ কাগজ পত্র চাড়া যেন কোন প্রকার যানবাহন হাইওয়ে সড়কে চলাচল না করে। এবং মাদক ,সেবনকারী সকল চালকদের হুশিয়ার করে বলেন তারা যেন মাদক সেবন অবস্থায় গাড়ি না চালান যদি মাদক আসক্ত অবস্থায় কোন গাড়ি চালককে হাইওয়ে সড়কে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর আইন গত পদক্ষেপ নেওয়া হবে। এবং হাইওয়ে সড়কে কোন প্রকার সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা উনি দোহাজারী হাইওয়ে সড়কে নিরাপদ সড়ক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবেন। কুমিল্লা রিজওয়ানের পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ স্যারের সুদক্ষ নেতৃত্বে কুমিল্লা হাইওয়ে হাইওয়ে পুলিশি কার্যক্রম এগিয়ে যাচ্ছে। মাননীয় পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে রিজওয়ান স্যারের নির্দেশে দোহাজারী হাইওয়ে সড়কের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাবেন। কোন ধরণের অন্যায় আবদার উনার কাছে চলবেনা। কোন অবৈধ পরিবহনের চালক বা কোম্পানি সে যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। তিনি আরও জানান, যেই কোন পরিবহনের কোম্পানি বা চালক নির্ভয়ে এসে থানায় সেবা গ্রহণ করতে পারবে। দালাল ছাড়া এসে সেবা নিন। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ সব সময় গাড়ি চালক বা কোম্পানি সহ সকল যাত্রীদের জান,মাল,নিরাপত্তায় সবসময় প্রস্তুত রয়েছে।
নবাগত দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব খান মোহাম্মদ এরফান বলেন ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদে ঘরে পিরুন”এ প্রতিপাদ্যকে ব্রত হিসেবে নিয়ে গণমানুষের নাগরিক ও আইনগত অধিকার সুরক্ষা,জান ও মালের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে কুমিল্লা রিজওয়ান হাইওয়ে পুলিশের সুপার জনাব মোঃ রহমতুল্লাহ স্যারের নির্দেশনা মোতাবেক কাজ করে যাব আমার সকল অফিসার ও কনস্টেবল সহ সকলের সহযোগিতা কামনা করছি হাইওয়ে সড়কে নিরাপদ সড়ক হিসেবে গড়ে তুলতে।