দুর্নীতিবাজদের বিচার ও সামাজিক বয়কটের দাবি জোরালো হচ্ছে “দুর্নীতিবাজরা সমাজের ক্যান্সার—সমাধান জরুরি এখনই”
- আপডেট সময় : ০৭:৫৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

রাজু মালিথা-ঢাকা:
দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। সরকারি-বেসরকারি নানা দপ্তরে ঘুষ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার সাধারণ জনগণের ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছে। এ অবস্থায় দুর্নীতিবাজদের দ্রুত চিহ্নিত করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
সচেতন নাগরিকরা বলছেন, “চিহ্নিত দুর্নীতিবাজ ও ঘুষখোররা সমাজের ক্যান্সার। এই ক্যান্সার এখনই দূর করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে।”
তারা মনে করেন, শুধু আইনি বিচার নয়, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতিবাজদেরকে বয়কট করা দরকার। যেন তারা কোথাও মাথা তুলে দাঁড়াতে না পারে।
জনগণের ৫টি মূল দাবি:
১) চিহ্নিত দুর্নীতিবাজদের জনসমক্ষে প্রকাশ ও দ্রুত বিচার।
২)দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা।
৩)শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী পাঠ্য ও সচেতনতা।
৪) সরকারি চাকরিতে সৎ প্রার্থীদের অগ্রাধিকার এবং
৫) দুর্নীতির অভিযোগে প্রমাণিত ব্যক্তিদের আজীবন নিষেধাজ্ঞা ও বয়কট।
সচেতন সমাজ ও নতুন প্রজন্ম মনে করে, “দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া দুর্নীতির লাগাম টানা সম্ভব নয়।”
তরুণ প্রজন্মকে এগিয়ে এসে নতুন নেতৃত্বে, ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে হবে। শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি স্তরের সম্মিলিত প্রতিরোধই হতে পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রথম ধাপ।






















