তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধনে সরকার ফারহানা আকতার সুমি

- আপডেট সময় : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আকতার সুমি।
মঙ্গলবার ৪ জুন সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এই মেলার আয়োজন করে।
দুপুরে মেলা প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরকার ফারহানা আকতার সুমি। এরপর তিনি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখার পর আলোচনা সভায় মিলিত হন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার মুখোপাধ্যায়,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম প্রমুখ।
উক্ত কৃষি মেলায় সর্বমোট ১৯টি স্টল স্থান পায়। এছাড়াও মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্যে উম্মুক্ত থাকবে এবং আগামী ৬ জুন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।