তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, গরু, কয়লা, চিনি ও ইজি বাইক আটক
- আপডেট সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে
ভারতীয় মদ, গরু, কয়লা, চিনি এবং ইজি বাইক আটক করে বিজিবি। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর
মাছিমপুর বিওপির টহল দল ১০ জানুয়ারি মঙ্গলবার ১২:১০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৭/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের শরিফগঞ্জ নামক স্থান হতে (২৪ বোতল) ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৬,০০০/- টাকা।
জেলার তাহিরপুর উপজেলয় লাউরগড় বিওপির টহল দল (৪:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে (১,৭০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৩৪,০০০/- টাকা।
একই উপজেলা লাউরগড় বিওপির টহল দল (৫:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০৩/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহ আরেফিন নামক স্থান হতে (১,৬০০ কেজি) ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৩২,০০০/- টাকা।
জেলার দোয়ারাবাজার উপজেলয়
মাঠগাঁও বিওপির টহল দল (৫:৩০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২২৪/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও নামক স্থান হতে (৪৭ বোতল) ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭০,৫০০/- টাকা। সুনামগঞ্জ সদর উপজেলার
নারায়নতলা বিওপির টহল দল (৮:৩০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২১৫/৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় সুনামগঞ্জ সদর উপজেলার (১নং) জাহাংগীর নগর ইউনিয়নের ইসলামপুর নামক স্থান হতে (১২টি) ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৬,৮০,০০০/- টাকা। অপরদিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির টহল দল (৯ জানুয়ারি) সোমবার (৬:২০ ঘটিকায়) সীমান্ত মেইন পিলার ১২১০ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে (১২৪ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ১২,৪০০/- টাকা। দোয়ারাবাজার উপজেলার
বাগানবাড়ী বিওপির টহল দল (৮:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে (৮০ কেজি) ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৬০০/- টাকা।
একই দিনে তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির টহল দল (৮:০০ ঘটিকায়) সীমান্ত পিলার ১২০০/৬-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর নামক স্থান হতে (৬৩০ কেজি) ভারতীয় কয়লা ও (২টি ইজি বাইক) আটক করে, যার আনুমানিক মূল্য ৩,১২,৬০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)
পিবিজিএম পরিচালক মো: মাহবুবুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।
সর্বমোট সিজার মূল্য- ১১,৮৭,১০০/- এবং
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও গরু, কয়লা, চিনি এবং ইজি বাইক শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।