তাহিরপুরে বিপুল পরিমাণ মদ-গাঁজা সহ-০১ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৮:২২:২০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে এক মাদক কারবারির নিয়ন্ত্রণে থাকা খাঁটিয়ার নীচ থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজাসহ অতিরিক্ত নিকোটিনযুক্ত আমদানি নিষিদ্ধ বিড়ির চালান। থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম এক অভিযানেই গত সোমবার ভোররাতে জব্দ করে ৩ লাখ ২৪ হাজার টাকার বিদেশি মদ, গাঁজা, বিড়ি ও মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৭৫ হাজার ৯’শ টাকা। বুধবার (২৪ জুলাই) রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও সঙ্গীয় অফিসার্সদের নিয়ে গেল রবিবার দিবাগত রাতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে নামে। অভিযানে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত সবদর আলীর ছেলে আদালতে বিচারাধীন একাধিক মাদক মামলার আসামি কুদ্দুছ মিয়ার বসত বাড়িতে ব্লক রেইড দেয়া হয়। ওই সময় কুদ্দুছের মাদক কারবারের অন্যতম সহযোগী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে পার্শ্ববর্তী বসতবাড়ির কাদের মিয়াকে আটক করে পুলিশ।
এরপর তার দেয়া তথ্যের সূত্র ধরে প্রথমে কুদ্দুছের বসতঘরে শয়নকক্ষের খাঁটিয়ার নীচ থেকে বস্তায় মোড়ানো ৪৮ বোতল বিদেশি মদ,২ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৭৫ হাজার ৯ শ’ টাকা উদ্ধার করা হয়। একই সাথে কাদেরের বসত ঘরের শয়নকক্ষের খাঁটিয়ার নীচ থেকে ৮ কার্টুন ভর্তি অতিরিক্ত নিকোটিনযুক্ত ও আমদানি নিষিদ্ধ ১ লাখ ৬৮ হাজার শলাকা শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করা হয়। জব্দ তালিকা শেষে আলামতসহ তাহিরপুর থানায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই পলাশ চন্দ্র দাশ বাদী হয়ে কাদেরকে গ্রেফতার ও আন্ত: উপজেলার শীর্ষ মাদক কারবারি কুদ্দুছকে পলাতক আসামি দেখিয়ে বিশেষ ক্ষমতা আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করেন সোমবার।