তারেক-জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ
- আপডেট সময় : ১০:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, মিরু হাসান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে জেলা জজকোর্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের নবাববাড়ী সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। এরপর বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, সরকার জিয়া পরিবারকে ভয় পায় বলে একের পর এক ষড়যন্ত্র করছে। তাই তারেক রহমান ও তাঁর সহধর্মিনীর বিরুদ্ধে মিথ্যা মামলায় তাদের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে তারা জিয়া পরিবারের ইমেজ ক্ষুন্ন করার হীনপ্রচেষ্টা চালিয়েছে।
মিছিল শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, এসব মামলা হামলা বিএনপি নেতা-কর্মীরা পরোয়া করে না। দেশের জনগণও জানে মামলা দিয়ে জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার দীর্ঘ ষড়যন্ত্র করছে সরকার।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা শ্রমিকদলের সাংগঠনিক লিটন শেখ বাঘা, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, যুগ্ন-আহ্বায়ক হারুন অর রশিদ সুজন প্রমুখ।