তারেক-জোবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ!!
![](https://abcnationalnews24.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০১:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
![](https://abcnationalnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
স্টাফ রিপোর্টার বাপ্পী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে শহরের নবাববাড়ী রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন বগুড়া জেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির আন্দোলন দেখে ভীত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইন-আদালত ব্যবহার করছে বিরোধী দলের নির্যাতনের হাতিয়ার হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু যতই নির্যাতন করুন না কেন আইনশৃঙ্খলা বাহিনী ও আইন-আদালতকে ব্যবহার করে সরকারের শেষ রক্ষা হবে না। সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। পতনের ভয় থেকেই এসব করছে।
এসময় নেতা-কর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন-নবী সালাম,খায়রুল বাশার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আঞ্জিঃ শহিবুল ইসলাম শিপন, মাসুদ সরকার কনক, আল আমিন, মানিক, সজিব, রিয়ন, শাওন, সুবর্ণ, জামিনুর ইসলাম, আসিব, সেতু, বাপ্পি, রহিম, আতিক প্রমূখ।।