ব্রেকিং নিউজঃ
“তবুও বাঁচতে হয়” -মিতু মরিয়ম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ২৫৬ বার পড়া হয়েছে
হাজারো শতাব্দী পেরিয়ে যাবে,
কিছু স্মৃতি হবে বিস্মৃতি,
সুবিশাল আকাশের বুক জুরে থাকবে কিছু নক্ষত্র মৃতপ্রায়!
হয়তো কিছু ক্ষয়ে যাওয়া জীবন খুঁজে ফিরবে বেঁচে থাকার কারণ!
চিরচেনা কিছু পথ চলাই হবে বারণ!
তবু কিছু নক্ষত্রেরা বেঁচে থাকবে,
চলবে জীবন, জীবনের নিয়মে।
ক্ষয়ে যাওয়া জীবন,
কিছু স্মৃতি, কিছু প্রহসন!
দৈবাৎ সওদা করে নিবে কোনো এক সময়।
বুকের ভেতরে লালন করা কষ্ট গুলো উকি দেবে বার বার!
মাঝে মাঝে কষ্ট গুলো ভাঙবে বুকের পাঁজর!
তবুও নীল নক্ষত্রেরা ডেকে বলবে
তোমার অভিমানী দৃষ্টি ফিরিয়ে নাও।
কার প্রতিক্ষায় থাকো তুমি?
আকাশের এই বিশালতা তোমায় দেবে শুধুই হাহাকার!
তবুও তুমি-আমি খুঁজে ফিরি বার বার
হাজারো কারণ বেঁচে থাকবার!