ব্রেকিং নিউজঃ
ড.ইউনুসকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক : আহমদ শফী
হাসনাইন আহমদ
- আপডেট সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
ড. ইউনুসকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক : আহমদ শফী
হাসনাইন আহমদ :
বাংলাদশের রাজনীতি নিয়ে কথা বলার কোন অধিকার নেই ড. ইউনুসের। পদ্মা সেতুর বিনিয়োগে ড. ইউনুস বাধাগ্রস্ত করেছে এবং বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে ভুল মেসেজ দিয়েছে, আমাদের মাথা নত করেছে। প্রতিনিয়ত বিদেশিদের কাছে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে। সুতরাং এই কালপিট কুলাঙ্গার ইউনুসকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক।
আজ ২৯ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র মহাসচিব এবং নেত্রকোণা ১ আসনের সাবেক দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আহমদ শফী এসব কথা বলেন।
জনাব আহমদ শফী আরো বলেন,
তার মত এতো লোভী একজন মানুষ কিভাবে কেয়ারটেকার সরকার প্রধান হতে চায়? যা কস্মিনকালেও বাংলার জনগণ মেনে নিবে না। ইউনুসের গ্রামীন ব্যাংকসহ তার সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে মানুষ ড. ইউনুসের নামও শুনতে চায় না।
ড. ইউনুসকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, যদি সে আসে তাহলে লক্ষ লক্ষ জনসাধারণকে সাথে নিয়ে বিমানবন্দর ঘেরাও করা হবে।
বার্তা প্রেরক
হাসনাইন আহমদ
দফতর সম্পাদক,
ন্যাশনাল সবুজ বাংলা পার্টি
01795566696