ঠাকুরগাঁও-৩ আসনে জাসদের মনোনয়ন প্রত্যাশী গীতি গমন চন্দ্র রায়ের বিভিন্ন এলাকায় চলছে গণসংযোগ
- আপডেট সময় : ০৯:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ৫৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।।আসন্ন উপনির্বাচন ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গঞ্জে পীরগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাসদের সহসাধারণ সম্পাদক সাংবাদিক গীতি গমন চন্দ্র চন্দ্র রায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।এদিকে তার দলীয় নেতাদের নিয়ে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেছেন।
আসন্ন উপনির্বাচন ঠাকুরগাঁও-৩ আসনের জাসদের মনোনয়ন প্রত্যাশী গীতি গমন চন্দ্র রায়ের সাথে সাংবাদিকের কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমি ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে হেরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী হিসেবে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবো অনেকে আমাকে বলেছে তুমি নির্বাচন করলে অবশ্যই জয়ী হবে।কারন নতুনদের মাঝে একমাত্র আপনার নামেই শুনে আসছি বর্তমানে ঠাকুরগাঁও-৩ আসন শুন্য ঘোষিত উপনির্বাচন ঘোষণা দিলে এখন আমার দলীয় নেতাদের নিয়ে বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেই চলছি।তিনি জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সফল তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু এমপি এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাসদের মনোনয়ন প্রত্যাশায় গনসংযোগে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের বাসিন্দা রতন রায়ের সাথে কথা হলে তিনি সাংবাদিক বলেন তিনি অনেক দিন ধরে মাঠ পর্যায়ে এমপি পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা সহ অনেক ভোটারদের মাঝে কথা বলেছেন।গীতি গমন চন্দ্র রায় এমপি নির্বাচন করলে আমাদের এলাকায় ব্যাপক ভোট পাবেন ও আমরা তার পাশে থাকবো।