ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে জনগণের ব্যাপক সাড়া পেয়ে সতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়
- আপডেট সময় : ০৮:৫৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে পীরগঞ্জ উপজেলার কৃত্তি সন্তান দূর্গাপুর গ্রামের ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।তিনি সতন্ত্র এমপি পদপ্রার্থী ঠাকুরগাঁও-৩ আসনে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য প্রথমে পীরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়ন পত্রের ফটোকপি জমা দেন এবং সেখানে জমা দেওয়ার পরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসারের কাছে মূল কপি জমা দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।
সে সময়,এমপি পদপ্রার্থী গোপাল চন্দ্র রায় পীরগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন নির্বাচন কমিশনের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও বিশ্বাস আছে নির্বাচন সুষ্ঠু হবে সুষ্ঠু নির্বাচন হলে আমি অবশ্যই জয়ী হবো এটা আমার বিশ্বাস।জনগণ আমাকে ব্যাপকভাবে সাড়া দিয়েছে তাদের ডাকেই আমি আজ এমপি পদপ্রার্থী। আশা করি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটা আমার দীর্ঘ বিশ্বাস।