ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত !
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়। ২০ অক্টোবর বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালীতে মটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম (২৮) ও তার ভাতিজা পায়েলের (১৮) মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঐ দিন রাতে বাঁশ বোঝাই একটি নসিমনের সাথে মটরসাইকেলটির ধাক্কা লাগে। চাচা-ভাতিজা অনেক দূরে ছিটকে পরে। এ সময় পথচারীরা গিয়ে মৃত অবস্থায় ঐ দুজনকে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা মরদেহ উদ্ধার করে। নিহত শহিদুল ইসলাম (২৮) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর বরুনাগাঁও গ্রামের ওসমান আলীর ছেলে ও পায়েল (১৮) একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন, ‘লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।