ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রংপুর বিভাগীয় আর্য প্রতিনিধি সভার মহাসম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৫৩ বার পড়া হয়েছে
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭ই নভেম্বর ২০২২ সোমবার পীরগঞ্জ উপজেলার ডিএন ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আর্য সমাজ রংপুর বাংলাদেশ এর রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রংপুর বিভাগীয় আর্য সমাজের সাবেক সভাপতি আচার্য গিরিন শাস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্য সমাজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও সন্ন্যাসী আচার্য সুভাষ শাস্ত্রী
বাংলাদেশ আর্য সমাজ রংপুর বিভাগের আয়োজনে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।তবে এ মহা সন্মেলনের আয়োজন করে রংপুর বিভাগীয় কমিটির আর্য প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ মহিলা কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিভুতি ভুষন রায়,আচার্য টিকেন রায়(মীরু) সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক,বারুনী ডাঙা আদর্শ উচ্চ বিদ্যালয়,
আচার্য ডাঃ মিঠুন দেব নাথ (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য)পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি আচার্য গীতি গমন চন্দ্র রায় গীতি,আচার্য সাতারু শাস্ত্রী(দেবীগঞ্জ,পঞ্চগড়).আচার্য ভূপেন্দ্র নাথ মজুমদার(সভাপতি,ময়মনসিংহ বৈদিক আর্য সমাজ),আচার্য ডাঃ কৃষ্ণ চন্দ্র রায়(বলিদ্বারা- রানীশংকৈল,ঠাকুরগাঁও)আচার্য ফনিল শাস্ত্রী(দেবী গঞ্জ,পঞ্চগড়),আচার্য অজিত কুমার রায় ( দশমাইল,দিনাজপুর)আচার্য ঘনশ্যাম (অগ্নিহোএ)-ঢোলারহাট,ঠাকুরগাঁও, সুকুমার রায় – ভাইস-চেয়ারম্যান,উপজেলা পরিষদ পীরগঞ্জ, আচার্য বিনোদ চন্দ্র রায়(বলিদ্বারা,রানীশংকৈল,ঠাকুরগাঁও)বক্তব্য ও আলোচনা সভায় আলোচিত হয় বেদের বাণী সম-অধিকারের শ্রবণ,তারুণ্য যারা,তারাই হবে যোদ্ধা,বেদ জ্ঞানে বাণী,“হঠাও মতপথ,বজ্রকন্ঠে বল এক মত,এক পথ বেদ মত!বেদ মত!” মানবতার পথ,বেদ মত!
উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।কমিটতে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়কে সভাপতি এবং প্রভাষক ধীমান রায়কে(জুগল)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ আর্য সমাজ রংপুর বিভাগীয় ১৫২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।