ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন
- আপডেট সময় : ০৬:৪৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন
মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধ
কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসুচি বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার (০৩ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় এ কর্মসুচি পালন করে তারা। চলে দুই ঘন্টার অধিক সময় ধরে।
কর্মসুচির শুরুতে শিক্ষার্থীরা জেলা শহরের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একত্রিত হতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে তারা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে সেখান থেকে বেড়িয়ে শহরের পুরাতন বাসস্টান্ড এলাকার দিকে রওনা হয়। হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে সেখানে বিক্ষোভে ফুঁটে উঠে রাজপথ। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রায় ঘন্টা ব্যাপী পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এসময় তারা অবিলম্বে এ সরকারের পদত্যাগ দাবি করেন। অন্যথায় আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবকসহ শুশীল সমাজের প্রতিনিধিরাসহ অনেকেই একত্রিত হয় বিক্ষোভ মিছিল কর্মসুচিতে।
পরে বিক্ষোভ কর্মসূচি শেষে শান্তিপুর্নভাবে নিজ নিজস্থানে ফিরে যান শিক্ষার্থীরা।