ঠাকুরগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে – দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বই প্রদর্শনী
- আপডেট সময় : ১০:১৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ মে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে প্রায় ৫ শতাধিত দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এবং জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় কার্যালয়ের সামনে স্টলের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখা শতাধিক বই এবং ম্যাগাজিন দর্শনার্থীদের প্রদর্শনের জন্যে উন্মুক্ত রাখা হয়। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম এর সভাপতিত্বে আলোজনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, যুগ্ম সম্পদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও সদর থানা বিএনপি’র সভপতি আব্দুল হামিদ, সাধারন সম্পদক মাহাবুব হোসেন তুহিন, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোসতাক হোসেন ও সাধারণ সম্পদক সিরাজুস সালেকিন। সভায় বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।