ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তা সংস্কারে জন্য অনুদান
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তা সংস্কারের জন্য ৪ লক্ষ টাকা অনুদান হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি গত ৩ জুন সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে এসব অনুদান দেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । এমপি সুজন বলেন, আমরা প্রতিটি সময় আপনাদের পাশে ছিলাম থাকবো। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে এবং কি হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এটা কথা দিলাম।
এ সময় পাড়িয়া ইউনিয়নের আ.লীগের সভাপতি ফজলুর রহমান, পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রুবেল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।