জেলা পরিষদ নির্বাচনে ছাতকে সদস্য পদে সায়েদ মিয়া ও সংরক্ষিত আসনে নুরুন্নাহার চৌধুরী বিজয়ী
- আপডেট সময় : ১১:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১২ নং ওয়ার্ড ছাতক উপজেলায় সদস্য পদে তালা প্রতীকে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাহেদ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক জেলা পরিষদ সদস আব্দুস সহিদ মুহিত টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট। এ ওয়ার্ডে সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ছিলন। অপর প্রাথী আবুল খয়ের ঘুড়ি প্রতীকে পেয়েছেন তের ভোট। এ ছাড়া সংরক্ষিত সুনামগঞ্জ-০৪ ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছেন সাবেক সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু। তিনি হরিণ প্রতীকে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সেলিনা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট। শান্তিপূর্ন ও কঠুর নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে ছাতকে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টায় একমাত্র কেন্দ্র ছাতক সরকারী বহুমুখী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয় সকাল ৯টায়। এ কেন্দ্রে মোট ভোটার ১৮৫ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৮২ জন ভোটার। ৩জন ভোটার অনুপস্থিত ছিলেন। কোন বোট বাতিল হয়নি।