জেলা পরিষদের নির্বাচনে আচরণ বিধিমালা মেনে চলার আহবান জানিয়েছেন ইউএনও শরিফ উল্লাহ
- আপডেট সময় : ১২:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ১০১ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম
আগামী ১৭ই অক্টোবর, ২০২২ সোমবার সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলায় জেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে উপজেলা পর্যায়ে লোহাগাড়া উপজেলার জন্য ভোটকেন্দ্র নির্ধারিত হয়েছে লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তন।
জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ মেনে চলার অনুরোধ করছি। উক্ত বিধিমালার গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিম্নরূপঃ
১) উক্ত বিধিমালার ২২ বিধি অনুসারে সরকারের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য অথবা কোন সরকারি কর্মকর্তা-কর্মচারি এই নির্বাচনে কোন প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
২) কোন প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান ট্রাক, বাস বা মোটরসাইকেল সহকারে কোন মিছিল বা শোডাউন করতে পারবে না।
৩) নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে কেউ যানবাহন চালাতে পারবেন না।
৪) নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করে বক্তব্য প্রদান বা উস্কানিমূলক কোন বক্তব্য প্রদান করা যাবে না।
৫) ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, গির্জায় নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
৬) ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট, নির্বাচন পর্যবেক্ষক, কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তিবর্গ, দায়িত্বরত ব্যক্তিবর্গ ও ভোটার ব্যতীত কারো প্রবেশাধিকার থাকবে না।
৭) কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ বা ভোটকেন্দ্রের অভ্যন্তরে ঘোরাফেরা করতে পারবে না।
৮) ইভিএম ভোটকক্ষে বা গোপন কক্ষে অনুমোদিত ব্যক্তি ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না।
৯) পোলিং এজেন্টগণ তাহাদের জন্য নির্ধারিত স্থানে উপবিষ্ট থাকিয়া তাহাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করিবেন।
১০) প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক বা তাহার পক্ষে অর্থ, অস্ত্র ও পেশী শক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাইবে না।
এই আচরণ বিধিমালার কোন বিধি লংঘন করলে তার ৬ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ৫০,০০০/- টাকা অর্থদণ্ড হতে পারে।
এছাড়া সংশ্লিষ্ট সকলের নিম্নলিখিত বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছিঃ
১) ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যান ও সদস্যকে পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
২) ভোটাররা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
সকলকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
উপজেলা নির্বাহী অফিসার
লোহাগাড়া, চট্টগ্রাম।