জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন করতে গিয়ে হড়পা বনে ভসে গেল ৩০জন, তার মধ্যে মৃত্যু হয়েছে ৮জনের।।
- আপডেট সময় : ১২:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৮১ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলার জলপাইগুড়ি জেলার মাল বাজারের কাছে মাল নদীতে প্রতিমা বিসর্জন করতে গিয়ে হড়পা বনে ভেসে যায় মোট ৩০,জন। এদের মধ্যে ৮,জনের, মৃত্যু ঘটে। এবং ১৩জন, কোন রকম সাঁতার কেটে একটি ছোট দ্বীপের মধ্যে আশ্রয় নেয়। এখনো নিখোঁজ বহু। এদেরকে উদ্ধার করতে নামানো হয়েছে প্রকৃতিক বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যদের। গতকাল গভীর রাতে প্রতিমা বিসর্জন দিতে যায় ৭০,টি, প্রতিমা। এর মধ্যে ২৫,টি, প্রতিমা বিসর্জন করতে গিয়ে হঠাৎ করে হড়পা বান হুড়মুড়িয়ে চলে আসে। এবং কিছু বোঝার আগেই হড়পা বনের তোড়ে ভেসে যায় ৩০,জন। এবং এর মধ্যে ৮জন, কে মৃত অবস্থায় তোলা হয়। এবং বাকি কিছু জন কে উদ্ধার করে মালবাজার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ হয়ে আছে। তাদেরকে উদ্ধার করতে জলপাইগুড়ি জেলার শাসক শ্রীমতী মৌমিতা গোদরা আই এ এস এবং জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত আই পি এস ঘটনা স্থানে ছুটে আসেন এবং নিখোঁজ ব্যাক্তিদের উদ্ধার করতে পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে প্রকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের নামানো হয়েছে। তবে ঘন বৃষ্টি পাতের কারণে ও প্রকৃতিক আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে উদ্ধার কাজে দেরি হচ্ছে। ঘটনার স্হানে পুলিশ ও সাধারণ মানুষ ঘিরে রেখেছে।।