জয়পুরহাটে ট্রাক ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষ একজন নিহ
- আপডেট সময় : ০৮:১৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
মোঃ রুহুল আমিন পারভেজ
জেলা প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাট ক্ষেতলালে ট্রাক-ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ওই চালকের নাম আব্দুল সালাম তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিহারহাট গ্রামে। এ ঘটনায় আহত ভুটভুটি চালক রবিউল ইসলাম। সে ক্ষেতলাল পৌর মহল্লার তিলাবদুল গ্রামের আইনুল ইসলামের ছেলে।
৩ রা (আগস্ট) শনিবার বেলা ২.৩০ এর সময় উপজেলার ইটাখোলা-গুপিনাথপুর রোডের আয়মাপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খালি একটি ট্রাক গুপিনাথপুরের দিকে যাচ্ছিলো এবং অপরদিক থেকে মালবাহী একটি ভুটভুটি ইটাখোলার দিকে আসছিলো। এমন সময় পথিমধ্যে আয়মাপুর গ্রামের রাস্তার উপরে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকের টিয়ারিং ধরা অবস্থায় ট্রাক চালকের মৃত্যু হয়। এবং ভুটভুটির চালকের হাত-পা কেটে ও ভেঙে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং উপজেলা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ট্রাক ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকের ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রকৃয়াধীন অবস্থায় রয়েছে।