জয়পুরহাটে গৃহহীন পরিবারকে জমি ও গৃহ-হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
রুহুল আমিন পারভেজ,জেলা প্রতিনিধি জয়পুরহাটঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিহীন,গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমি ও গৃহ-হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
আজ (১১ই জুন) মঙ্গলবার সকাল ১০ টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সারাদেশে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন,জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সবুর আলী। পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ২০ জন ভূমিহীন,গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।