জয়পুরহাটে এক ঘন্টার পুলিশ সুপার হলেন কলেজ ছাত্রী রোজা
- আপডেট সময় : ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
জয়পুরহাটে এক ঘন্টার জন্য জেলা পুলিশ সুপার হলেন একাদশ শ্রেনীর ছাত্রী আমিনা ইসলাম রোজা।
সোমবার ১১ টায় জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি ১ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন। রোজা জয়পুরহাট মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্ল্যান ইন্টারন্যাশনাল এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ‘ইয়েস বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) এর নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আজকের শিশু আগামীর প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা চেতনাগুলো ভবিষ্যতে কর্মজীবনে বাস্তবায়ন করবে।
দায়িত্ব পেয়ে (প্রতিকী) এসপি রোজা জানান, জয়পুরহাটে সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বানিজ্য, সাইবার ক্রাইমসহ নানা অপরাধ দমনে প্রস্তাবনা দেন। পুলিশ সুপার এসব বাস্তবায়নের আশ্বাস দেন।
রোজা বলেন নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
১ ঘণ্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার।
এসময় আরো উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ এর ডিষ্ট্রিক্ট ভলান্টিয়ার সালেহুর রহমান সজিব, শান্তনা পারভীনসহ অন্যান্যরা।