চুয়াডাঙ্গায় ঝিনাইদহ ডিভিশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধিঃ
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ঝিনাইদহ ডিভিশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর), সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা শহরের মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর সার্ভিস সেন্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স, চুয়াডাঙ্গা সার্ভিস সেন্টার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ডিভিশন অফিসের ইভিপি ও ইনচার্জ আছাদুজ্জামান।
চুয়াডাঙ্গা সার্ভিস সেন্টার ইনচার্জ রবিউল ইসলাম পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সার্ভিস সেন্টার ইনচার্জ মমিনুল ইসলাম, ঝিনাইদহ সার্ভিস সেন্টার ইনচার্জ হাফিজুর রহমান, মাগুরা সার্ভিস সেন্টার ইনচার্জ অলিউর রহমান ও মেহেরপুর সার্ভিস সেন্টার ইনচার্জ বিল্লাল হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা জোনাল ইনচার্জ মাহাবুব আলম, ঝিনাইদহ জোনাল ইনচার্জ মনির উদ্দীন, আল্লাহর দর্গা জোনাল ইনচার্জ ইব্রাহীম খলীল, কুষ্টিয়া উত্তর জোনাল ইনচার্জ তাবিষ্ণু কুমার দাস, গাংনী জোনাল ইনচার্জ মাজিদ আল মামুন, মুজিবনগর জোনাল ইনচার্জ সাথি খাতুন, উজ্জল হোসেন, দামুরহুদা জোনাল ইনচার্জ মিজানুর রহমান, দর্শনা জোনাল ইনচার্জ আল মামুন ও শৈলকূপা জোনাল ইনচার্জ আব্দুস সামাদ।
এসময় চুয়াডাঙ্গা সার্ভিস সেন্টার অফিসের ক্যাশিয়ার সোলাইমান হক জাকি, মেজবাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, আল্লাহর দর্গা জোনাল ইনচার্জ ইব্রাহীম খলীল ও শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, ঝিনাইদহ জোনাল ইনচার্জ হাফিজুর রহমান।