চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন।
- আপডেট সময় : ১১:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আর জে রাজিব চুয়াডাঙ্গা প্রতিনিধি:
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম খান ও প্রধান অতিথি জনাব মোঃ আলী আজগর টগর এম পি চুয়াডাঙ্গা ২। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব আলী আজগর টগর এম পি, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,পুলিশ সুপার আব্দুল্লা আর মামুন,সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান,
এ সময়ে বিভিন্ন দফতরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলার স্টলে সরকারি-বেসরকারী বিভিন্ন দফতরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সহজে মানুষকে সেবা দিতে ডিজিটাল পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন দপ্তরকে স্ব স্ব সেবা গুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে সঠিক সেবা নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক উদ্ভাবনী বিষয় গুলোর সঙ্গে পরিচিত করতে হবে।
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।