চুনতীর সীরত মাহফিলের ১৩ তম দিবস বৃহস্পতিবার।
- আপডেট সময় : ০৭:১৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম
১৯ দিন ব্যাপী৫২ তম আন্তর্জাতিক সীরত মাহফিলের ১৩ তম দিবস রোজ বৃহস্পতিবার বাদ আছর থেকে শুরু পবিত্র কোরআন তেলোয়াত করবেন আবদুল্লাহ আল বাকী হুযাইফা ছাত্র চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম।। পবিত্র না’আতে রসূল পরিবেশন করবেন মুহাম্মদ মনিরুল্লাহ সাকী ছাত্র, হা-মীম একাডেমি চুনতী শাহ মঞ্জিল চুুনতী, লোহাগাড়া। সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা সরওয়ার কামাল আজিজী সাহেব মুহতামিম, পদুয়া জামেয়াতুল আনোয়ার হামায়েতুল ইসলাম মাদ্রাসা লোহাগাড়া। ওয়ায়েজ করবেন হাফেজ মুফতি মাওলানা মুহাম্মদ খোবাইব সাহেব, প্রভাষক, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম।
মৃত্যু ব্যক্তি সম্পর্কীয় আহকাম বর্ণনা। বাদ মাগরিব ওয়ায়েজ করবেন আলহাজ্ব মাওলানা কফিল উদ্দিন সাহেব, আরবি প্রভাষক, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা, চকরিয়া।বিষয় -দাওয়াতে দ্বীনের প্রয়োজনীয়তা;এ ক্ষেত্রে দ্বীনি মাহফিল সমূহের ভুমিকা।
বাদ এশা ওয়ায়েজ করবেন হাফেজ মাওলানা বোরহান উদ্দিন নিজামি সাহেব, খতিব,তাঁতি পাড়া ও আল দয়ার পাড়া জামে মসজিদ মির্জাখীল,সাতকানিয়া বাঁশখালী। বিষয় – ইনফাক্ব ফি সবিলিল্লহ-এর গুরুত্ব ও ফজিলত বর্ণনা । ওয়ায়েজ করবেন -আলহাজ্ব মাওলানা মুফতি হাবিবউল্লাহ সাহেব, ঢাকা।বিষয় -ইবাদতের গুরুত্ব ও স্বরূপ বর্ণনা