চুনতীর আন্তর্জাতিক সীরত মাহফিলের ১১ তম দিবস মঙ্গলবার।
- আপডেট সময় : ১১:২৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৭২ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম
১৯ দিন ব্যাপী৫২ তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স.) ২১রবিউল আউয়াল ১৪৪৪হিজরি ১৮ অক্টোবর ২০২২ইং ২কার্তিক১৪২৯বাংলা রোজ মঙ্গলবার ১১ তম দিবস শুরু হবে বাদ আছর পবিত্র কালাম পরিবেশন করবেন মুহাম্মদ সাইফুল ইসলাম ছাত্র, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম।। না’আতে রসূল (স.) পরিবেশন করবেন মুহাম্মদ আবদুল হাই ছাত্র চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম। সভাপতিত্ব করবেন আলহাজ্ব শাহ মাওলানা মুফতি আমিন উল্লাহ সাহেব মুহতামিম, ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম। ওয়ায়েজ করবেন আলহাজ্ব মাওলানা আজিজুল হাসান সাহেব মুহাদ্দিস, নাসিরাবাদ মিসবাহুল উলুম মাদ্রাসা চট্টগ্রাম। বিষয় – সুন্নাহ সমর্থিত বিভিন্ন নফল রোজার বর্ননা। বাদ মাগরিব ওয়ায়েজ করবেন মাওলানা আবুল ফয়েজ সাহেব, খতিব,বাস স্টেশন জামে মসজিদ, কক্সবাজার। বিষয় -মদিনা শরীফের ফজিলত ও রওজা মোবারকের জিয়ারতের গুরুত্ব ও পদ্ধতি আলোচনা। বাদ এশা ওয়ায়েজ করবেন আলহাজ্ব মাওলানা আবদুল হক সাহেব, উপ পরিচালক, এমদাদুল উলুম মাদ্রাসা, জোয়ারিয়ানালা রামু।বিষয় – মৃত্যুর যন্ত্রণা ও আলেমে বারযাখের বিবরণ। ওয়ায়েজ করবেন আলহাজ্ব মাওলানা আবদুর রহমান জাবরী সাহেব মুবাল্লিগ, আব্বাসী মঞ্জিল , জৈনপুরী দরবার নারায়ণগঞ্জ। সূরা এখলাসের তাফসীর ও শিক্ষা।