চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১২:০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৭০ বার পড়া হয়েছে
মোঃসিয়াম,চাঁদপুর : চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে নানা অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১১ অক্টোবর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে জেলা প্রশাসক চাঁদপুর সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক সদর উপজেলার নতুন ট্রাক রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে নোংরা পরিবেশে খাবার তৈরি,তারিখ ও মূল্য না দেয়ার মা বাবা ফুসকা কারখানাকে ১০হাজার টাকাএবং নির্ধারিত সেবা মূল্যের চেয়ে বেশি দামে সেবা বিক্রির দায়ে আল আকসা ডায়াগনস্টিক সেন্টারকে ৫হাজার সহ সর্বমোট ২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলেও জানান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।