চন্দনাইশে রাস্তার পাশে এক যুবকের লাশ
![](https://abcnationalnews24.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ১২:২০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
![](https://abcnationalnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কামরুল ইসলাম চট্টগ্রাম
চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে আরিফুল ইসলাম (২৯) নামে এক যুবককের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাছবাড়িয়ায় সালেহ আহমদ সওদাগর পুকুর পাড়ের ঝোপের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরিফুল ইসলাম, চন্দনাইশ থানার পূর্ব ছৈয়দাবাদের ২ নম্বর ওয়ার্ডের উত্তর হাসিমপুর এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে। তিনি পেশায় পিকআপ চালক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় শামসুল আলম চৌধুরীর কলোনির ভাড়াটিয়া মোহাম্মদ আব্দুল আজিজের কাছ থেকে পাওনা টাকা আনতে যায় আরিফ। এর পর থেকে নিখোঁজ হন তিনি।
পরে আত্মীয়-স্বজন সবদিকে খোঁজাখুঁজির পর কোনো খোঁজ না পেয়ে ছোট ভাই মো. হামিদ চন্দনাইশ থানায় একটি নিখোঁজ জিডি করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গাছবাড়িয়ায় সালেহ আহমদ সওদাগর পুকুর পাড়ে একটি ঝোপের ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
সেখানে আরিফের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।