চট্টগ্রাম বিভাগের জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি খায়রুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম প্রেসক্লাব কে ক্রেষ্ট প্রদানন
- আপডেট সময় : ১২:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম
চট্টগ্রাম প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি দৈনিক ইত্তেফাক ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক সাব এডিটর দৈনিক পূর্বকোণ এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি খায়রুল ইসলাম সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নর্বাচিত হওয়ায় ১০ জানুয়ারি-২০২৩, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কেফায়েতুল্লাহ কায়সার, সহ সভাপতি ও সরেজমিন বার্তা পত্রিকার ব্যুরো প্রধান মাসুদ আলম সাগর, এম এ হোসেন মল্লিক, মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল,
সহ সাধারণ সম্পাদক বশির আহমদ, সহ সম্পাদক ও একুশের বাণী পত্রিকার রিপোর্টার মোবারক হোসেন ভুইঁয়া প্রমুখ।