গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদ সচিবদের সাথে দ্বি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলায় গতকাল (০৩ জুন) সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদ সচিবদের সাথে সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব, জিন্নাত শহিদ পিংকি নির্বাহী অফিসার জামালপুর সদর উপজেলা জামালপুর। সভায় সঞ্চালনায় ছিলেন জামালপুর জেলার গ্রাম আদালত জেলা সমন্বয় কারী জনাব মাহফুজার রহমান মিলি ইএসডিও গ্রাম আদালত উপজেলা সমন্বয় কারী মোছা: শাকিলা সরকার ও জেসমিন আক্তার সহ জামালপুর সদর উপজেলার সকল সচিব উপস্থিত ছিলেন। দ্বি মাসিক সমন্বয় সভার কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাহফুজার রহমান মিলি। প্রকল্প পরিচিতি, প্রকল্পের প্রধান কার্যাবলী, সভার আয়োজন এর উদ্দেশ্য গ্রাম আদালতের সুবিধা সমূহ গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য ফৌজদারি ও দেওয়ানী মামলার ধারা সমূহ, গ্রাম আদালত কি? গ্রাম আদালত এর লক্ষ্য ও উদ্দেশ্য, নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকি বলেন তৃণমূল পর্যায়ে সাধারন মানুষকে সহজে সুবিচার প্রদান ও উচ্চ আদালতে মামলার জট কমাতে ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান সহো আইনের সুশাসন প্রতিষ্ঠায় অতি অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার নিশ্চিত করনের লক্ষ্যে গ্রাম আদালতকে শক্তিশালী ও কার্যকর করার নির্দেশনা প্রদান করেন , মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশ সক্রিয়করণ ( ৩য় পর্যায়ে) প্রকল্প। বাস্তবায়নে: স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সহযোগিতায় : ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ । বাস্তবায়ন সহযোগী সংস্থা : ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) উক্ত সভার সমাপনী ঘোষণা করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি।