গোদাগাড়ীতে জমকালো আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ১১:০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
মোঃ সুজন আহাম্মেদ
ব্যুরো চিফ রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বিকেলে একটি বণার্ঢ্য র্যালি বের হয়। র্যালিটি ডাইংপাড়ার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে বিএনপি পার্টি অফিসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।
গোদাগাড়ী বিএনপি পার্টি অফিসে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ বেদারউদ্দিন ( বিদ্যুৎ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কাকনহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌর এবং কাকন হাট পৌর বিএনপির সকল অঙ্গ, সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।