গাছের ডাল ভেঙে মাথায় পড়ে এক শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১০:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মো. তুহিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার( ১ আগষ্ট) বিকেলে দেবনগর ইউনিয়নের জয়গুণজোত গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তুহিন ওই এলাকার জনি ইসলামের ছেলে। সে জয়গুণজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছলেমান আলী মুঠোফোনে জানান, বেলা সাড়ে তিনটার দিকে হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ করেই একটি ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় শিশুটি বাড়ির বাইরে ছিল। ঝোড়ো বাতাস দেখে শিশুটি দৌড়ে বাড়িতে যেতে শুরু করলে একটি গাছের ডাল ভেঙে শিশুটির মাথায় পড়ে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।