গাংনীর আমিন মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকার রাশিদুল ইসলাম জেল হাজতে
- আপডেট সময় : ১১:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ৭৬ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলা শহরের আমিন মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকার রাশিদুল ইসলামকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার (২৬ অক্টোবর), দুপুরের দিকে মেহেরপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ’র আদালতে হাজির হলে রাশিদুল ইসলামকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট-২০২২ মেহেরপুর জেলা বিশুদ্ধ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের মদনা গ্রামের নাসির ফল ভান্ডার থেকে আমিন মিষ্টান্ন ভাণ্ডারের উৎপাদের তারিখ, মেয়াদ, মূল্য এবং মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন দই ও রসগোল্লা উদ্ধার করে।
ঘটনায় নাসির ফল ভান্ডারের স্বত্বাধিকার নাসির উদ্দীন খাদ্য অধিদপ্তরকে জানান, উক্ত মিষ্টান্ন জাতীয় খাদ্য দ্রব্য গাড়ি যোগে দোকানে দোকানে সরবরাহ করে থাকে গাংনী শহরের আমিন মিষ্টান্ন ভাণ্ডার।
এসময় খাদ্য অধিদপ্তর আমিন মিষ্টান্ন ভাণ্ডারের কাছে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্য বিক্রির কারণ জানতে চাইলে আগামীতে মিষ্টি উৎপাদনে মূল্য, প্রস্তুতের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহারের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে তা অমান্য করে জেলার বিভিন্ন দোকানে মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন মিষ্টান্ন বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। যার পরিপ্রেক্ষিতে বিশুদ্ধ খাদ্য আদালতের মামলা করেন, মেহেরপুর সদর নিরাপদ খাদ্য অধিদপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম।অবশেষে আদালতে পূর্ব জামিন বাতিল পূর্বক আসামী আমিন মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকার রাশিদুল ইসলামকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক এসএম শরিয়ত উল্লাহ।
এসময় আসামী পক্ষের আইনজীবী ছিলেন, এডভোকেট একেএম শফিকুল ইসলাম এবং সরকারি পক্ষের আইনজীবী ছিলেন, রুত শোভা মন্ডল।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি
০১৯১৫৩৫১৪৯৮