গাংনীতে বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার আদায়

- আপডেট সময় : ১১:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

অনাবৃষ্টি, তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায় মেহেরপুরের গাংনীতে সালাতুল ইসতিসকার আদায় করেছে মুসল্লী ও আলেমগণ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল), সকাল ১০ টার দিকে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এ সালাত আদায় করা হয়।
দু’রাক’আত সালাত শেষে খুতবা পাঠ করে জীবনের গোনা মাফ ও ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করে মুসল্লীরা। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন, গাংনী দারুসসালাম জামে মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ রুহুল আমীন।
ঈমাম বলেন, ‘আমরা পুরোপুরি সুন্নত পালন করেছি। সেজন্য সালাতুল ইসতিসকা আদায় করেছি। দোয়া করে ক্ষমাপ্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের মাফ করে বৃষ্টি দেন সে আশায়। তিনি বলেন, গত কয়েক দিনে অসহনীয় গরম পড়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে জন-জীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে সালাত আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই। দোয়ায় অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য রাসুল (সা:) কে অনুসরণ করে উল্টো মোনাজাত করা হয়। মোনাজাতে ঈমামের সহিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার আলেম ও শতশত সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন এবং গাংনীসহ সারা বাংলাদেশে বৃষ্টির জন্য কাঁদতে থাকেন।