গাংনীতে পৌর শাখা ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ১০৬ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে মেহেরপুরের গাংনী পৌর শাখার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর), রাত ৮ টার দিকে গাংনী পৌর শাখার ১নং ওয়ার্ড বাঁশবাড়ীয়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাংবাদিক মীর আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
গাংনী পৌর শাখার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক ও গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু।
গাংনী পাইলট কলেজ ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র সামসুদ্দীন শেখ, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শাহাবুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা বাবলু হোসেন, আব্দুল কাদের, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দীন, মহিবুল ইসলাম, মনিরুল ইসলাম, মফিজ উদ্দীন, দেলোয়ার হোসেন দোলু, আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দীন,শামীম আহমেদ, ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবিব, গাংনী উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম মিয়াসহ এলাকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি