গভীর নিম্নচাপ থেকে দু’দিনের জন্য আবহাওয়ার পরিবর্তন
- আপডেট সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
মো পজিরুল ইসলাম ডেস্ক নিউজঃ
West Bengal Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত তেমন নেই। এদিন রাজ্যের মধ্যে দক্ষিণবঙ্গের মাত্র চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে ওড়িশার বালাসোর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খন্ড ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফরের তফে জানানো হেছে, ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ প্রেডিকশন মডেল অনুযায়ী বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টিপাতের আশা করছেন আবহবিদরা। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি মানে সব সময় ভারী বৃষ্টি হবে এমনটা নয়। তবে কলকাতার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার এবং শুক্রবার।
বুধবারের জন্য উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কোনও কিছুরই পূর্বাভাস নেই। বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার চার-পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা, হাওড়়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। শুক্রবারও একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৭.৮ মিলিমি