খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএস’আই নির্বাচিত হলেন কবির হোসেন
- আপডেট সময় : ১১:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার
কলারোয়া থানার এএস’আই কবির হোসেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে খুলনা রেঞ্জের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খুলনা বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসাবে তাকে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন খুলনা বিভাগের ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) এবং সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মনিরুজ্জামান জাহিদ। পুরস্কার বিতরনের সময় খুলনা বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপার, ওসি ও অফিসারগন উপস্থিত ছিলেন। জানা যায় অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা মাদকদ্রব্য উদ্ধার গ্রেপ্তারী পরোয়ানা সহ বিভিন্ন মামলার অপরাধী গ্রেপ্তার করে আইন শৃংখলার রক্ষায় অগ্রনী ভূমিকা পালন করায় তাকে এই সম্মাননা দেয়া হয়। এএস’আই কবির হোসেন ২০০৫ সালে পুলিশ বাহিনীতে সদস্য হিসাবে যোগাদান করেন, এবং ২০১৫ সালে এএস’আই হিসাবে পদোন্নতি পান। তিনি গোপালগঞ্জ কাশিয়ানি থানার স্থায়ী বাসিন্দা।
এএস’আই কবির হোসেন জানান, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সার্বক্ষনিক নিয়োজিত আছি। এছাড়াও এই পুরস্কারটি আমার জন্য মাইলফলক হিসেবে থাকবে।