খুলনা-চালনা মহাসড়কে বটিয়াঘাটায় রাস্তার পাশে বাঁশের ব্যবসা করায় দুর্ঘটনা লেগেই রয়েছে

- আপডেট সময় : ১০:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদা
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
খুলনা- চালনা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা বাজারে রাস্তা দখল করে চলছে অবৈধ ভাবে বাঁশ কেনা-বেচার ব্যবসা। রাস্তার উপর সারি সারি বাঁশ রেখে রাস্তায় দাঁড়িয়েই চলে বাঁশ কেনা বেচা । ব্যাস্ততম মহাসড়কটিতে পরিবহন সেবা চলে আসছে দীর্ঘ বছর যাবৎ দাকোপ-বটিয়াঘাটা ও কয়রা এবং পাইকগাছা উপজেলার সাধারণ মানুষের কম খরচে স্বল্প সময়ে খুলনা সহড়ে যাতায়াতের একমাত্র রাস্তা হিসেবে দীর্ঘ বছর ধরে ব্যবহার আসছেন । এখানে জি-গ্যাস, জি এম আই গ্যাস কম্পানি, মাছ কম্পানি,গাজী গুরপ অফ ইন্ডাষ্ট্রি, অটো-রাইচমিল, রানা রিসোর্ট সেন্টার, ওআইসি পার্ক সহ কম্পানির বিভিন্ন ধরনের শত শত গাড়ি এবং দাকোপ উপজেলার রোগীদের বহনকারি এ্যাম্বুলেন্স , কলেজের ছাত্র-ছাত্রী, চাকরিজীবি ও বটিয়াঘাটা থানা পুলিশ চলাচলের একমাত্র রুট হচ্ছে উক্ত মহাসড়ক। সড়কের কাতিয়ানাংলা বাজারে রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে চলছে বাঁশের রমরমা ব্যবসা । যার ফলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা । রাতের বেলা সেখানে কোন আলোর ব্যবস্থা না থাকায় বাঁশের সুচালো আগা প্রান হানির আশংকা আছে বলে মনে করেন এলাকার সচেতন মহল । এব্যাপারে গঙ্গারামপুর ইউনিয়নের কাতিনাংলার বাসিন্দা দাকোপ ইউএনও অফিসের কর্মচারি মোঃ শাহাজাহান শেখ বলেন, বেআইনি ভাবে রাস্তার উপর বাঁশ রেখে বিক্রি করায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে । শুধু কাতিয়ানাংলা বাজারে নয় উক্ত মহাসড়কের চক্রাখলী বাজার, দারোগা ভীটা,সাচিবুনিয়া, চৌরাস্তা মোড়ে, মহম্মদনগর সহ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তার উপরে ইট,বালু,খোয়া,ও বাঁশ ব্যবসা করায় প্রতিদিন দুর্ঘটনা লেগেই রয়েছে । সমাজ সেবক শিমুল গাজী বলেন, কাতিয়ানাংলা বাজারে রাস্তা দখল করে বাঁশের ব্যবসা করায় প্রতিদিন দুর্ঘটনা লেগেই রয়েছে । আর এ ভাবে রাস্তার উপরে বাঁশের ব্যবসা করলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা । এব্যাপারে ইউপি চেয়ারম্যান আসলাম হালদার বলেন, বাঁশের প্রয়োজন প্রতিটি মানুষের । তবে দুর্ঘটনা ঘটতে পারে এমন স্থানে ব্যবসা করতে দেয়া হবে না । অচিরেই ব্যবসায়ীকে উক্ত স্থানে বাঁশের ব্যবসা বন্ধ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হবে । এব্যাপারে এলাকাবাসী বাঁশের ব্যবসা বন্ধ করে দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ।