খুলনায় আগামীকাল বিএনপির সমাবেশ, আটক ৭০,বাস বন্ধ, রাজপথে আঃ লীগ
- আপডেট সময় : ১১:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
মোঃ আশরাফুল ইসালাম,খুলনা সদর প্রতিনিধিঃ
আগামীকাল শনিবার নগরীর সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিতব্য এ গণসমাবেশ, দুপুর ২ টায় শুরু হয়ে সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। জনদাবির সমর্থনে আন্দোলনে শহীদ পাঁচ সহকর্মী হত্যার বিচারের দাবিতে। এই সমাবেশ দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে। জালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে। যে কোন মুল্যে এই কর্মসূচি সফল করতে দিন-রাত প্রচার -প্রচারণা, প্রস্তুতিসভা, লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে ব্যস্ত সময় পার করছেন দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা। ফলে দীর্ঘদিন পর চাঙ্গাভাব বিরাজ করছে দলটির তৃণমূলে। এর মধ্যে, গতকাল দুপুরে অভিমান ভুলে বিএনপি’র কর্মসূচিতে ফিরেছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীরা। এর মধ্যে খুলনা অঞ্চলের অন্তত ১৮টি রুটের আন্তঃজেলা পরিবহনে যাত্রীবাহী বাস বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। আবার, নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি তল্লাশী গণআটক, প্রচারে বাধা ও মাইক ভাঙচুরসহ গণসমাবেশ বাধাগ্রস্ত ও ৭০ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ তুলছে বিএনপি।
খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিতব্য খুলনা বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিক-নির্দেশনামূলক বক্তৃতা করবেন।
সমাবেশ উপলক্ষে ১৮টি উপ-কমিটি করে ব্যাপক জনসমগমের লক্ষ্যে নগরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলায় প্রস্তুতি সভা, প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল হয়েছে। গত ১৫ অক্টোবর থেকে জেলা ও উপজেলায় কয়েক লাখ প্রচারপত্র বিলি করা হয়। সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেবেন বলে আশা করছেন দলের নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সমাবেশ সমন্বয় করছেন। তিনি বলেন আগামী কালের গণসমাবেশ হবে, গণমানুষের সমাবেশ; পরিণত হবে বিশাল জনসমুদ্রে।
মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, “জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ জনদাবি আদায়ের আন্দোলনে আমাদের পাঁচজন নেতা-কর্মী শহিদ হয়েছেন। রাজনৈতিক প্রহসনের ষড়যন্ত্রমূলক মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারারুদ্ধ। নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের মূল্যহ্রাস, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন ও গণতান্ত্রিক অধিকার আদায়ে এ ধরনের গণসমাবেশ খুলনাতে এটাই প্রথম। শনিবার খুলনার গণসমাবেশ, এদেশের আপামর গণমানুষের সমাবেশ। বিভাগীয় এ গণসমাবেশ সফলে খুলনাবাসীর একান্ত সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।”
উল্লেখ্য , জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতে পাঁচজন নিহতের প্রতিবাদে, সারাদেশে হামলা-মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত¡াবধায়ক সরকারের দাবিতে প্রতিটি বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।
রাজপথে বাংলাদেশ আঃ লীগঃ
বিএনপির গণসমাবেশের একদিন আগে নগরীতে বিশাল শোডাউন দিয়েছে আঃলীগঃ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে তারা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে।
নগরীর শিববাড়ী মোড়ে শুক্রবার বিকেল ৫ টায় বিক্ষোভ সমাবেশ শেষে দলীয় কার্যালয় অভিমুখে বিশাল একটি মিছিল বের হয়