খুলনার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন’র সাথে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ।
- আপডেট সময় : ০৬:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ১৮২ বার পড়া হয়েছে
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
খুলনা জেলার সদ্য যোগদানকারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন’র সাথে তার নিজস্ব কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা ১ টায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা,সাবেক সাধারণ সম্পাদক ও কেইউজের সভাপতি ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শুধাংশু, দৈনিক পূর্বাঞ্চল’র স্টাফ রিপোর্টার মোঃ কামরুল আলম,বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক এস,এম,এ ভূট্রো, সাংবাদিক এ্যাড. মোস্তফা বিল্লাল, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল,সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক এ্যাড. বিজন কুমার মন্ডল, সাংবাদিক আল আমিন প্রমূখ।
এ সময় সদ্য যোগদানকারী জেলা প্রশাসককে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।