খুলনায় চরমোনাই পীরের জনসভা সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
মোহাম্মদ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ আগামী ২৮ অক্টোবর,শুক্রবার খুলনা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে সংগঠনের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতী সৈয়দ মোহাঃ ফয়জুল করিম, শায়খে চরমোনাই’র বিশাল সমাবেশ সফলে মহানগর ও জেলার আওতাধীন বিভিন্ন থানা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রস্তুতি সভা চলছে।সংগঠনের মহানগর নেতৃবৃন্দ এরই মধ্যে থানার সকল ওয়ার্ড সফর করে মহাসমাবেশ বাস্তবায়নের প্রস্তুতির সবার প্রক্রিয়া শুরু করেছেন। অন্যদিকে জেলা নেতৃবৃন্দ এই সমাবেশ সফল করার জন্য জেলার আওতাধীন সকল উপজেলা ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রীয় করার জন্য প্রস্তুতি সভার আয়োজন করেছে। সর্বশেষ আজ খুলনা জেলা ডুমুরিয়া উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩ টা উপজেলার আব্দুল মজিদ মিলনায়তনে
ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলার সভাপতি
সভাপতি মাওলানা বেলাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আবদুল্লাহ ইমরান, বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, ও সহঃ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী আঃ সালাম, মুফতী মুঃ সাইফুল ইসলাম, মুফতী ফারুক হুসেইন, মুফতী ওমর ফারুক, মাওঃ ওমর ফারুক, মোঃ হাবিবুর রহমান, কবির হোসেনপ্রমুখ নেতৃবৃন্দ। সভায় সমাবেশ সফলে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।