কুষ্টিয়ার ভেড়ামারায় এন আর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

- আপডেট সময় : ০২:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

মেহেদী হাসান জ্যাকি
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়া মারায় গতকাল ঈদের পরদিন আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এন আর (নওদাক্ষেমিরদিয়াড় রামকৃষ্ণপুর ) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নওদাক্ষেমিরদিয়াড় ও রামকৃষ্ণপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অবহেলা মোস্তফা কামাল মুকুল।
তিনি মেধাবী সকল শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন। তাদের পরিবারের খোঁজখবর নেন এবং যে কোন সমস্যার জন্য তার সাথে যোগাযোগ করতে বলেন।
, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকগণ। উক্ত অনুষ্ঠানে নওদাক্ষেমিরদিয়াড় ও রামকৃষ্ণপুর গ্রামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিত্তি প্রদান করা হয়। দুই গ্রামের কৃতি শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ স্বাগতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাজী নুরুল ইসলাম, ইয়াকুব আলী, আকমল হোসেনসহ আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষক বৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ এ ধরনের আয়োজন করার জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক আলাউদ্দিন ও ডাঃ জামিরুল ইসলাম জ্যামি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আজম মনিরুল ইসলাম।