কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অস্ত্রসহ আটক

- আপডেট সময় : ১২:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অস্ত্রসহ আটক !
এবিসি ন্যাশনাল ডেক্স নিউজ:কুষ্টিয়ার মিরপুরে অস্ত্রসহ বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বিশ্বাসকে (৪৭) আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর স্কুল মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
ওসি জানান, ‘বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাসকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর স্কুল মাঠে পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাকে আটক করে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।সুত্র: নয়া দিগন্ত