ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
একের পর এক ঢাকার অনুরোধে ইউনূস–মোদি বৈঠক বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল ফেন্সিডিল, ৯৩০ গ্রাম হেরোইন এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার কুমিল্লার মনোহরগঞ্জে প্রায় ১০০০পরিবার বান বাসীদের মাঝে উপহার বিতরণ করছেন মুসাইদাহ ফাউন্ডেশন এস. সরফুদ্দিন আহম্মেদ সেন্টুর সাথে সৌজন্য সাক্ষাৎ করে উজিরপুর থানা শ্রমিক দল বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। দুধরচকী।  ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিক্রি খোলা খাবার,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সচেতনতা বৃদ্ধির পরামর্শ ! আত্রাইয়ে বিদেশ পাঠানোর কথা বলে পাঁচ জনের কাছে থেকে ২৭ লাখ টাকা নিয়ে উধাও রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর মৃত্যু! দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক রুবেল ও যুগ্ম আহবায়ক রতন বহিষ্কার। চাঁপাইনবাবগঞ্জ (৫৩ বিজিবি) অভিযানে ২ জন আসামীসহ ১৫৯ বোতল ফেন্সিডিল ও ১টি ইঞ্জিন চালিত নৌকা আটক

কালীপুরে নিজ গ্রামে সহ চারটি স্থানে জাফরুল ইসলাম চৌধুরীর জানাজায় জনতার ডল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৬০ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম চট্টগ্রামের

সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর চার দফা নামাজে জানাযা শেষে বাঁশখালীর কালীপুরস্থ বাড়ির পাশে মসজিদ সংলগ্ন স্থানে দাফন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পাথরঘাটা সেন্ট প্লাসিডস স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, চতুর্থ নামাজে জানাজা বিকাল ৩টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

 

জানাজায় সর্বস্তরের লোকের অংশগ্রহণে লোকারণ্য হয়ে যায়। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানায়া পরিচালনা করেন মাওলানা আবদুল জলিল। এ সময় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী ও বিএনপি নেতা রাসেল ইকবাল মিয়ার সঞ্চালনায় শোক প্রকাশ করে বক্তব্য দেন, শিল্পপতি সৈয়দ সিরাজুল ইসলাম কমু, সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ ফরিদ, মরহুমের দুই ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী ও অধ্যক্ষ জহিরুল ইসলাম, পেকুয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, দক্ষিণ জেলা বিএনপি নেতা আলী আব্বাস, মোস্তাক আহমদ খান, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, গণ্ডামারার চেয়ারম্যান লেয়াকত আলী, কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, বাহারছড়ার সাবেক চেয়ারম্যান মাস্টার মো. লোকমান, ছনুয়ার সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, শীলকুপের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, মো. মহসিন, কাথারিয়ার সাবেক চেয়ারম্যান মো. শাহাজাহান চৌধুরী, বিএনপি নেতা আতিকুর রহমান প্রমুখ। হাজার হাজার জনতা, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর ২ টায় দিকে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাফরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেন।

 

বাঁশখালীর বিভক্ত বিএনপি নেতারা এক কাতারে :

বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকালকে কেন্দ্র করে বাঁশখালীর বিভক্ত বিএনপি এক কাতারে এসে চোখের জলে তাদের প্রিয় নেতাকে বিদায় জানান। বিগত কয় বছর যাবত বাঁশখালীর বিএনপি দুই ধারা বিরাজ করছে। তারই প্রেক্ষিতে জাফরুল ইসলাম চৌধুরী সমর্থিত গ্রুপে মাস্টার লোকমান আহমদ আহ্বায়ক ও ছনুয়ার সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী সচিবের দায়িত্ব পালন করছেন।

 

অপরদিকে চেয়ারম্যান লেয়াকত আলী গ্রুপের আহ্বায়ক বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, সদস্য সচিব হিসাবে অ্যাডভোকেট মহিউদ্দিন সিকদার দায়িত্ব পালন করে আসলেও গতকাল জানাজায় অধিকাংশ নেতা বক্তব্য রাখার সময়ে কান্নাজড়িত কন্ঠে নেতার গুণাবলী বর্ণনাসহ আগামীতে দলকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

শোক প্রকাশ : এদিকে জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.), নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.) ও তাঁর পরিবারের সদস্যরা।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীপুরে নিজ গ্রামে সহ চারটি স্থানে জাফরুল ইসলাম চৌধুরীর জানাজায় জনতার ডল।

আপডেট সময় : ১১:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

কামরুল ইসলাম চট্টগ্রামের

সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর চার দফা নামাজে জানাযা শেষে বাঁশখালীর কালীপুরস্থ বাড়ির পাশে মসজিদ সংলগ্ন স্থানে দাফন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পাথরঘাটা সেন্ট প্লাসিডস স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, চতুর্থ নামাজে জানাজা বিকাল ৩টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

 

জানাজায় সর্বস্তরের লোকের অংশগ্রহণে লোকারণ্য হয়ে যায়। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানায়া পরিচালনা করেন মাওলানা আবদুল জলিল। এ সময় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী ও বিএনপি নেতা রাসেল ইকবাল মিয়ার সঞ্চালনায় শোক প্রকাশ করে বক্তব্য দেন, শিল্পপতি সৈয়দ সিরাজুল ইসলাম কমু, সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ ফরিদ, মরহুমের দুই ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী ও অধ্যক্ষ জহিরুল ইসলাম, পেকুয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, দক্ষিণ জেলা বিএনপি নেতা আলী আব্বাস, মোস্তাক আহমদ খান, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, গণ্ডামারার চেয়ারম্যান লেয়াকত আলী, কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, বাহারছড়ার সাবেক চেয়ারম্যান মাস্টার মো. লোকমান, ছনুয়ার সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, শীলকুপের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, মো. মহসিন, কাথারিয়ার সাবেক চেয়ারম্যান মো. শাহাজাহান চৌধুরী, বিএনপি নেতা আতিকুর রহমান প্রমুখ। হাজার হাজার জনতা, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর ২ টায় দিকে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাফরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেন।

 

বাঁশখালীর বিভক্ত বিএনপি নেতারা এক কাতারে :

বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকালকে কেন্দ্র করে বাঁশখালীর বিভক্ত বিএনপি এক কাতারে এসে চোখের জলে তাদের প্রিয় নেতাকে বিদায় জানান। বিগত কয় বছর যাবত বাঁশখালীর বিএনপি দুই ধারা বিরাজ করছে। তারই প্রেক্ষিতে জাফরুল ইসলাম চৌধুরী সমর্থিত গ্রুপে মাস্টার লোকমান আহমদ আহ্বায়ক ও ছনুয়ার সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী সচিবের দায়িত্ব পালন করছেন।

 

অপরদিকে চেয়ারম্যান লেয়াকত আলী গ্রুপের আহ্বায়ক বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, সদস্য সচিব হিসাবে অ্যাডভোকেট মহিউদ্দিন সিকদার দায়িত্ব পালন করে আসলেও গতকাল জানাজায় অধিকাংশ নেতা বক্তব্য রাখার সময়ে কান্নাজড়িত কন্ঠে নেতার গুণাবলী বর্ণনাসহ আগামীতে দলকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

শোক প্রকাশ : এদিকে জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.), নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.) ও তাঁর পরিবারের সদস্যরা।

শেয়ার করুন