কানে হেডফোন লাগিয়ে বগুড়ায় রেললাইনে বসেছিলেন যুবক, কাটা পড়লেন ট্রেনে!
- আপডেট সময় : ১০:১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, মিরু হাসান
বগুড়ার সদরে রেললাইনের ওপর মোবাইল ব্যবহারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার শহরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে।
বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এসআই আমিনুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে সদরের শহরদীঘি এলাকায় একজন ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার কাছে ভাঙা ট্যাব মোবাইল, মানিব্যাগ, হেডফোন পাওয়া গেছে।
তিনি আরও বলেন, জানা গেছে অজ্ঞাত এ যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এজন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরিচয় জানতে পিবিআই তার হাতের ছাপ সংগ্রহ করছে। মরদেহের সঙ্গে থাকা নম্বরে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ শনাক্ত করা সম্ভব। এরপরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।।